ইউনিসেফ সুপারস্টার সামিরা আজাদ অজন্তা
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
বাংলাদেশি কিশোরী সামিরা আজাদ অজন্তাকে ইউনিসেফ সুপারস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ইউনিসেফ বাংলাদেশ’র ফেসবুক পেজে তাকে এভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
‘ইউনিসেফ সুপারস্টার সামিরা আজাদ অজন্তা’ শিরোনাম দিয়ে ফেসবুক পোস্টে ইউনিসেফ বাংলাদেশ লিখেছে, ‘অজন্তা বিশ্বাস করে, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই কেবল এ করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সফল হবো।’
সামিরার মতে, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বাসায় থাকা, মাস্ক পরাসহ সকল নিয়ম মেনে চলা।’
ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে এই সুপারস্টারকে অভিনন্দনও জানানো হয়েছে। নিচে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে #ইউনিসেফ সুপারস্টার ও #হেলথঅ্যাটহোম।