বাসচাপায় মা-ছেলের পর এবার মারা গেল মেয়েও

নিহতের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জে বাস চাপায় মা ছেলের পর এবার মারা গেল মেয়েও। আহত হয়েছেন স্বামীসহ আরো দু'জন। এ ঘটনায় ঘাতক বাসের সুপার ভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানি উপজেলার তিলছড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে স্ত্রী মীরা বেগম, সাত বছরের মেয়ে জামিলা খানম, ৮ মাসের ছেলে আলী ও ভাতিজি শোভাকে নিয়ে ফলসি গ্রামে ফিরছিলেন ভ্যান চালক রফিক কাজি।

পথে ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বৈশাখী পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ৮ মাসের শিশু আলী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান মা মীরা।

এ ঘটনার একদিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে জামিলা।

নিহত মীরা বেগমের ভাই বাদী হয়ে কাশিয়ানি থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে ঘাতক বাসের সুপার ভাইজার রিপন শেখকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছে চালক।