ইউএনও ওয়াহিদার বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধারের সত্যতা মেলেনি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাসা থেকে বিশাল অংকের অর্থ, ডলার, পাউন্ড এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্র এবং অনলাইন মিডিয়ায়।

তবে এ নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঘোড়াঘাট থানার ওসির সঙ্গে কথা বললে কেউই তা স্বীকার করেননি।

তারা গণমাধ্যমকে জানায়, ইউএনওর বাসায় থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও কাপড়-চোপড় তার ভাই শেখ ফরিদউদ্দিনের কাছে তুলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আজিমুদ্দিন বলেন, একটি চাবির গোছা উদ্ধারের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইউএনওর ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র ও কাপড়চোপড় তার ভাইয়ের কাছে তুলে দেয়া হয়। ওই সময় আমিসহ সরকারি কর্মকর্তারা সার্বক্ষণিক ছিলাম এবং ইউএনও’র বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি।

এদিকে ইউএনওর বাড়ি থেকে কোনো টাকা কিংবা ডলার পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।   

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা করে দুর্বৃত্তরা। হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ইউএনও ও তার বাবাকে। ঘটনার দিনই রাতে ইউএনওর ভাই শেখ ফরিদউদ্দিন হত্যা চেষ্টার মামলা করেন।