ভারতে ইলিশ নিয়ে কাড়াকাড়ি, এক ঘণ্টায় সব শেষ

বাংলাদেশ-ভারত সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও এরই মধ্যে দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার দিনই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা হয়েছে ভারতে। বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। এক ঘণ্টার নিলামেই শেষ হয়ে গেছে প্রথম চালানের ২০ টন মাছ।

কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান যায় ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় কলকাতার পাতিপুকুর আর হাওড়ার পাইকারি মাছ বাজারে। পরে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। রাত তিনটার দিকে নিলাম শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই, সব মাছ বিক্রি হয়ে যায়। ৫শ' গ্রাম থেকে এক কেজির মাছ পাইকারি বিক্রি হয় ৮শ’ থেকে ১৩শ' রুপিতে।

এর আগে উত্তর ২৪ পরগনা'র পেট্রাপোল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশের চালান। জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে ভারতে মোট ১৪শ’ ৫০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ।

 

সূত্র: আনন্দবাজার