ইলিশটির দাম ৮ হাজার ২০০ টাকা

বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। এক কেজি ওজনের ওপরে ইলিশ পাওয়া যাচ্ছে অনেক, তবে দাম তুলনামূলক একটু বেশি। এরইমধ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওই মাছের বাজারে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের একটি ইলিশ উঠেছে। যার দাম হাঁকা হয়েছে ৮ হাজার ২শ’ টাকা।

জানা গেছে, বাগেরহাটের বলেশ্বর নদে ধরা পড়েছে ওই ইলিশটি। স্থানীয় জেলে এমাদুল শেখের জালে ধরা পড়ে বিশালাকৃতির মাছটি। ইলিশটি দেখতে রায়েন্দা বাজারের শের-ই-বাংলা সড়কের মাছের বাজারে ভিড় করছেন অনেকেই। মাছটি এমাদুল শেখ ধরলেও তার দাম হাঁকিয়েছেন মৎস্য ব্যবসায়ী আবুল বাশার।

আবুল বাশার বলেন, আমার দাদন দেওয়া জেলে এমাদুল শেখের জালে ইলিশটি ধরা পড়েছে। সাড়ে তিন হাজার টাকা করে কেজি চাওয়া হয়েছে মাছটি। তাতে দাম আসে আট হাজার ২০০ টাকা। সচরাচর এত বড় ইলিশের দেখা মেলে না বলেই দাম একটু বেশি বলে জানান ওই মৎস্য ব্যবসায়ী।

এ বিষয়ে শরণখোলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় গণমাধ্যমকে বলেন, সরকারের যথাযথ পদক্ষেপে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশের গড় আকারও (সাইজ) বৃদ্ধি পেয়েছে। এটা অবরোধের ফসল।