আড়াই হাজার ইউটিউব চ্যানেল বন্ধ!

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত যুদ্ধ যেন থামছেই না। সম্প্রতি দুই দেশের কনস্যুলেট বন্ধ করে দেয়া ছাড়াও কয়েকটি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে উভয় দেশ। এবার নিষেধাজ্ঞা আরোপে একধাপ এগিয়ে গেল আমেরিকা। চীনের প্রায় আড়াই হাজার ইউটিউব চ্যানেল ডিলেট করেছে ইউটিউব।

জানা গেছে, ভুয়া ও বিতর্কিত কন্টেন্ট থাকায় এই অ্যাকাউন্টগুলো ডিলেট করা হয়েছে। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইউটিউবে চীন সম্পর্কিত ভুয়া খবরের বিষয়ে তদন্ত করেছে। তদন্তে অভিযুক্ত ২ হাজার ৫শ এরও বেশি চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে।

ইউটিউব জানিয়েছে, বেশিরভাগ চ্যানেলগুলোতেই অরাজনৈতিক ভিডিও থাকত। তবে ভিডিওগুলোর তথ্য ভুয়া। সে কারণেই কমিউনিটি গাইডলাইন মেনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের দূতাবাস। এর আগে এ জাতীয় কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলো বেইজিং।