তিন ভাষায় ধর্ম প্রচার করছে ৪ বছরের ওমর

ওমর

বক্তৃতার মাধ্যমে তিন ভাষায় ইসলাম ধর্ম প্রচার করছেন মিসরেরর ৪ বছরের ছোট্ট শিশু ওমর। দেশটিতে সে নিজ প্রতিভা ও অনন্য গুণের কারণে মানুষের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে। ওমর তার কাজের মাধ্যমে বিশ্বের সবচেয়ে কম বয়সী ইসলাম প্রচারকের খেতাব অর্জন করে।

ওমরের বাবা জানান, তিন বছর বয়স থেকেই সে মঞ্চে বক্তৃতা করতে শুরু করে। তখনই উপস্থিত জনতা তার বক্তৃতা শুনে বিস্মিত ও আনন্দিত হতো। আমাদের ওমর সবার মাঝে আমাদের গর্বিত করছে।

দেশটির গণমাধ্যমকর্মী আমর আল লাইছি জানিয়েছে, ওমর এক বিস্ময় শিশু, মহান আল্লাহ তাকে অসাধারণ বাগ্মিতা ও সম্মোহনী উপস্থাপনার প্রতিভা দান করেছেন। সম্ভাবনাময়ী এই শিশু অন্তত তিনটি ভাষায় বক্তৃতা করতে পারে।

ওমরের অর্জনের কথা জানিয়েছে তারা বাবা বলেন, ওমর সভা-সেমিনারের পাশাপাশি রেডিও-টিভির বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়ে মানুষের কাছে নিজের মতো করে ইসলামের সৌন্দর্য তুলে ধরে। এখন পর্যন্ত তার সবচে বড় অর্জন ২০১৯ সালের ২৭ রমজান মিসরের প্রখ্যাত আল আজহার জামে মসজিদে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে সে বক্তৃতা করেছে।