শফিউল বারী বাবুর মৃত্যুতে ইডেন কলেজ ছাত্রদলের শোক
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে ইডেন মহিলা কলেজ ছাত্রদল গভীরভাবে শোক প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক শোকবার্তায় ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহবায়ক রেহেনা আক্তার শিরিন ও সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি জানান, মরহুম শফিউল বারী বাবু ভাই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসা আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন। ছাত্র নেতাদের সঠিক পথ দেখাতেন। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিতেন। বাবু ভাইয়ের অকাল মৃত্যুতে আমাদের দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল) হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিউল বারী বাবু।