সাকিবের বাবা করোনায় আক্রান্ত
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।
গত বুধবার থেকে ঠান্ডা জ্বরে ভুগছিলেন তিনি। পরে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে শুক্রবার মাগুরায় করোনা টেস্ট করান বিশ্ব সেরা অলরাউন্ডারের বাবা। আজ রবিবার সকালে টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন খন্দকার মাশরুর রেজা।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার জানান, আজ রবিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ মোট ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকলেও, সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার। তার হয়ে, বাবা মাশরুর রেজাই এতদিন দাতব্য কার্যক্রম দেখভাল করছিলেন। পেশায় একজন ব্যাংকার মাশরুর রেজা।