চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোববার ঈদ

সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে,  দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদিসহ মধ্যপ্রাচ্যের আকাশে আজ শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে।

আজ শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

এর আগে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পরিসংখ্যানের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, আজ শুক্রবার সূর্যের আগেই চাঁদ ডুবে যাবে। এবং আর দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার।

জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ সাইটে প্রকাশিত বৈজ্ঞানিক পরিসংখ্যান বলছে, ২৯ রমজান (আজ) সূর্য ২৯৩ ডিগ্রিতে ৬টা ৩৯ মিনিটে ডুববে। আর চাঁদ ডুববে ৬টা ২৬ মিনিটে। অর্থাৎ সূর্যের ১৩ মিনিট আগেই ডুবে যাবে চন্দ্র।