১৪০ পরিবারকে ঈদ উপহার দিলেন ছাত্র অধিকার পরিষদের তানিম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শাহ জাহান তানিম। আজ মঙ্গলবার (১৯ মে) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের মইশাখালী গ্রামে প্রায় লাখ টাকার ঈদ উপহার বিতরণ করেন তানিম।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, সেমাই, দুধ ও সাবানসহ প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ। এ ব্যাপারে তানিম বলেন, ‘আমার এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিলো মধ্যবিত্ত শ্রেণী। কারণ তাঁরা লজ্জায় কারো কাছে যেতে পারে না। আবার আত্মসম্মানের জন্য ত্রাণের মতো করে কারো কাছে সাহায্যও চাইতে পারেনা।’

তিনি বলেন, ‘তাদেরকে রাতের আঁধারে গোপনীয়তা বজায় রেখে আর্থিকভাবে সহায়তা করার প্রয়াস চালিয়েছি। তাছাড়াও আমার বাবা একজন সমাজসেবক। যার মাধ্যমে প্রায় ৯৫ টি পরিবারকে সহায়তা করেছি। এছাড়াও আমার মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, যার মাধ্যমে প্রায় ২৫টি পরিবারকে ঈদকেন্দ্রীক আর্থিক সহায়তা প্রধান করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি ব্যাক্তিগত উদ্যোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আরও ২০টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রয়োজন অনুযায়ী নগদ অর্থও বিতরণ করি। এভাবে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রায় ১৪০টি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তানিম বলেন, ‘করোনাকালীন আমার পরিবারের খরচ কমিয়ে আশেপাশে থাকা অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনেই অনাবিল আনন্দ নিয়ে আসুক। না খেয়ে আপনার কোনো প্রতিবেশী যেন নীরবে ঈদ উৎযাপন না করেন সেদিকে নজর রাখার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ রইলো।’