করোনা

যুক্তরাষ্ট্রে লাখ লাখ হাইস্কুল শিক্ষার্থীর ভার্চুয়াল সমাবর্তন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের হাইস্কুল শিক্ষার্থীদের সমাবর্তন। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। তার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষার্থী ঘরে বসে টেলিভিশনে শুনেছে ওবামার কথা।

অভিনন্দনের পাশাপাশি চলমান মহামারিতে শিক্ষার্থীদের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে; সে বিষয়ে সহানুভূতি জানান ওবামা। যে কোনো পরিস্থিতিতে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

বারাক ওবামা বলেন, যখন তোমাদের গ্রাজুয়েশন অনুষ্ঠান নিয়ে মেতে ওঠার কথা, তখন মহামারির কবলে বিশ্ব। এ পরিস্থিতি কাটিয়ে উঠলে তোমরা বুঝতে পারবে, এ দুর্যোগ থেকে কি শিক্ষা পেয়েছো। বহু অনিশ্চয়তা থাকলেও পৃথিবীকে নতুন রূপে আবিষ্কার করবে তোমাদের প্রজন্ম।

তিনি আরও বলেন, আমরা আশা করবো, সততা, পরিশ্রম, দায়িত্ববোধ, সহমর্মিতা আর অপরকে সম্মান করার মতো মূল্যবোধগুলো অর্জন করবে তোমরা।

এতে আরও বক্তব্য দেন নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই, মার্কিন অভিনেতা ও রাজনীতিবিদ আরনল্ড শোয়ার্জনেগার, তরুণ ব্যান্ড দল জোনাস ব্রাদার্স ও সঙ্গীতশিল্পী ব্যাড বানি।

দুঃসময় কাটিয়ে শিগগিরই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবার প্রত্যাশা জানান শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই।