টিকটক ভিডিও থেকে ভাইরাল হয় আমির খানের ভুয়া দানের খবর

আমির খান

“আমির খান এক গাড়ি ভর্তি করে পাশে বস্তিগুলোতে আটার প্যাকেট পাঠালেন। উনার পাঠানো লোকেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলো- যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন। কিন্তু প্রতিটি ব্যক্তিকে মাত্র এক কিলো আটা দেয়া হবে। যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই গেলেন না মাত্র এক কিলো আটার জন্য। কিন্তু যাদের কাছে সেই এক কিলো আটা ওই মুহুর্তে খুব জরুরি অর্থাৎ যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলেন এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলেন। সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো নগত ১৫ হাজার টাকা। পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ট্রাক আমির খান পাঠিয়েছিলেন। অশেষ ধন্যবাদ আমির খান।”

‘আমির খানের আজব দান!’ শিরোনামে এমন একটা টেক্সট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিডিফ্যাক্টচেক দাবি করছে, এই এই ছবির বিভিন্ন কী-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে এ ধরণের কোনো সংবাদের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া আমির খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম, টুইটার একাউন্টে এ ধরণের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে চলচ্চিত্র ও বিনোদন সম্পর্কিত গণমাধ্যমগুলো মুখিয়ে থাকে বলিউড তারকাদের কোনো তথ্য পাওয়া যায় কিনা। কারণ এই ধরণের গণমাধ্যমগুলোর প্রধান কাটতিই থাকে বলিউড তারকাদের সংবাদ। এরকম কোনো গণমাধ্যমেও এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। খেয়াল করলে দেখা যাবে, ছবির টেক্সটে যেসব সূত্র ব্যবহার করা হয়েছে তা হচ্ছে, “পাশের বস্তিতে,” “পরে খোঁজ নিয়ে জানা গেল”। অর্থাৎ এখানে কোনো বস্তির নাম নেই। কীভাবে খোঁজ নেয়া হয়েছে তারও কোনো সূত্র উল্লেখ নেই।

দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় এক যুবকের হিন্দিতে করা টিকটক ভিডিও থেকে ওই গুজবটি ভাইরাল হয়। যে ভিডিওতে ১ কেজির আটার মধ্যে ১৫ হাজার রুপি দান করার একটি গল্প শেয়ার করেন ওই যুবক। যদিও মূল ওই ভিডিওটির কোথাও সেই যুবক আমির খানের নাম ব্যবহার করেননি। জানা যায়, মূলত ওই ভিডিওতেই আমির খানের ছবি ব্যবহার করে স্যোশাল মিডিয়ায় গুজব ছাড়াচ্ছে একটি মহল। আবার সেই গল্পতেই আমির খানের ছবি দিয়ে নানা ধরণের ইমেজ বানিয়ে শেয়ার করছেন কেউ কেউ। 

বিডি ফ্যাক্টচেক বলছে, আমির খান ২০১৭ সালে গুজরাট আর আসামে বন্যা মোকাবেলার জন্য অর্থ সহায়তা করেছিলেন। দেখুন লিংক: https://www.youtube.com/watch?v=FkrMB2D_lwQ

এছাড়া, করোনাভাইরাস সম্পর্কিত রোগ মোকাবেলার জন্য আমির খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম-কেয়ারস ফান্ডে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ দান করেন। দেখুন এ সম্পর্কিত সংবাদ। লিংক: https://www.indiatoday.in/movies/celebrities/story/aamir-khan-donates

বলিউড তারকা সালমান খান করোনাভাইরাসের কারণে যাদের রুটিরুজির সমস্যা হয়েছে তাদের কাছে ট্রাক ভর্তি খাবার বিলি করেছেন। কিন্তু আমির খানের ট্রাকভর্তি আটার বস্তার সাথে ১৫ হাজার করে টাকা দান করার সংবাদটি কোথাও পাওয়া যায়নি। দেখুন এ সম্পর্কিত সংবাদ। https://gulfnews.com/entertainment/bollywood/coronavirus

এছাড়া পাকিস্তানী বংশোদ্ভুত ব্রিটিশ বক্সার আমির খান করোনাভাইরাস মোকাবেলায় পাকিস্তান সরকারকে ৪০ মিলিয়ন পাকিস্তানি রুপি এবং ১০ হাজার পরিবারকে সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছিলেন। দেখুন বিস্তারিত: https://www.thenews.com.pk/latest/646173-boxer-amir-khan-urges-overseas-pakistanis-to-donate-to-pms-relief-fund
সিদ্ধান্ত: আটার প্যাকেটের সাথে ১৫ হাজার করে টাকা দান করার সংবাদটি মিথ্যা