
ইউজিসির নির্দেশনায় ইউআইটিএস’র অনলাইন ক্লাস শুরু ৪ এপ্রিল
- ০১ এপ্রিল ২০২০, ২১:৫২

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস (ইউআইটিএস) শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ০৪ এপ্রিল মঙ্গলবার শুরু হবে।
আজ বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসি ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা মোকাবিলার লক্ষ্যে আগামী ৪ এপ্রিল শনিবার থেকে ডুয়াল সেমিস্টার শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনুরোধ করা হয়েছে।
এছাড়া অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার কাজে সার্বিক সমন্বয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ইউআইটিএসের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং আইটি উপদেষ্টা মো. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।