করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে ৩৭ ডাক্তারের মৃত্যু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত দেশটির ৩৭ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

এদিকে স্পেন এবং যুক্তরাষ্ট্রেও হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। স্পেনে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে চীনের সংখ্যাকে। স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৯ জনের। আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ১৮৮ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৯০৫ জন।