করোনা নিয়ে আজ ব্রিফিং করবে না আইইডিসিআর

করোনা পরিস্থিতি নিয়ে স্বাধীনতা দিবসের দিনে (২৬ মার্চ) ব্রিফিং করবে না সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিন সাংবাদিকদেরকে ব্রিফিং করে আসছে আইইডিসিআর। এতে ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানা ধরণের তথ্য দেয় সরকারি সংস্থাটি। এছাড়া সরকারের গৃহীত পদক্ষেপ ও সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।

তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় ব্রিফিংয়ে না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন।

গতকাল বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, বাংলাদেশে ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়েছেন ৭ জন। বাকি ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।