সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু শনিবার

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টিভিতে ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনীর ক্লাস সম্প্রচার শুরু হবে আগামী শনিবার। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেনীর ক্লাস চলবে রাত ৯ টা পর্যন্ত। আর তা সম্প্রচারিত হবে জাতীয় সংসদের টিভির মাধ্যমে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পর সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া প্রাক প্রাথমিক থেকে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ সহ মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তারা।

শিক্ষার্থীদের বাসায় অবস্থান করে এবং আইইডিসিআরের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন শিক্ষামন্ত্রী