চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতি সভা ১৫ ফেব্রুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ মার্চ । এ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক প্রস্তুুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর ওমরগণি এম. ই. এস. কলেজের শিক্ষক মিলনায়তনে।

উক্ত সভায় রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সভার পাশাপাশি থাকবে স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থাও।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানকারী চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে সরাসরি বা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।এছাড়াও রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে।