স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

যশোরের চৌগাছায় স্কুলছাত্র সৌরভ সাহা (১০) অপহরণ ও হত্যা মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত বিল্লাল হোসেন চৌগাছা উপজেলার পীতম্বরপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। নিহত সৌরভ সাহা একই গ্রামের স্বপন সাহার ছেলে।

পিপি ইদ্রিস আলী জানান, ২০১২ সালের ৯ জুলাই অপহরণ হয় সৌরভ। অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চান। এ ঘটনার পরদিন চৌগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন সৌরভের বাবা। ১১ জুলাই মোবাইল কললিস্ট ঘেঁটে বিল্লাল হোসন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে গরিবপুর গ্রামের স্কুলের পাশের একটি পাটক্ষেত থেকে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।

পিপি আরো জানান, অপহরণ মামলার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত করা হয়। সেই সঙ্গে জড়িত সন্দেহে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে ওই বছরই আদালতে ছয়জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে আদালত বিল্লালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেয়া হয়।