গণ বিশ্ববিদ্যালয়ে বেসিক নেটওয়ার্কিং কর্মশালা

কম্পিউটার নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ এবং উন্নত প্রযুক্তি গড়তে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বেসিক নেটওয়ার্কিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার ল্যাবে এ আয়োজন সম্পন্ন হয়।

সিএসই ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোটিক সার্টিফাইড প্রশিক্ষক তিতাস সরকার। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মো. করম নেওয়াজ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের নেটওয়ার্কিং প্রডাক্ট মাইক্রোটিক রাউটার কনফিগার সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এছাড়া এ রাউটার দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজ, বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করা, রাউটারের ইউজার ম্যানেজমেন্ট, ব্যাকআপ/রেস্টোর সর্বোপরি নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা করেন।

সিএসই বিভাগের শিক্ষিকা লিপীকা বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় সাবেক ও বর্তমানসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালা সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহতাবুর রহমান সবুজ বলেন, ‘আমরা মাইক্রোটিক রাউটার কনফিগারেশন, ব্যান্ডউইথ ম্যানেজ, ওয়েবসাইট ব্লক, ব্যাকআপ/রিস্টোর বিষয়গুলো হাতে-কলমে শিক্ষা পেয়েছি। ভবিষ্যতে এ ধরণের প্রোগ্রাম আরও আশা করছি যাতে আমাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পায়।’