আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঢাকার একটি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।
এছাড়াও প্রথম আলোর অন্য পাঁচ জনকে হয়রানি বা গ্রেপ্তার না করার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান এবং একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।