বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ জানুয়ারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির ৮ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। গত ৬ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী রায়হান সরকার।

নির্বাচন কমিশনার জানান, ১১ থেকে ১২ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলণ এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা ১৪ জানুয়ারি পর্যন্ত সময় ছিলো। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং প্রাথমিকভাবে নির্বাচিত (যদি থাকে) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।