"ঢাবিতে আর সান্ধ্যকালীন কোর্স থাকছে না"

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধের জন্য নির্দেশনা দিয়েছে ইউজিসি। সান্ধ্যকালীন কোর্স নিয়ে আগামী এক, দেড় মাসের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়ে ভিসি অধ্যাপক ডঃ আখতারুজ্জামান বলেন, আগেও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছি। আমরা অনেক অসংগতি পেয়েছি। আমি আগে থেকেই সান্ধ্যকালীন কোর্স পছন্দ করিনা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সান্ধ্যকালীন কোর্সের মান এবং এর কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেলায় পরিণত হয়। এ বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে।