শহীদ মিনারে নেয়া হচ্ছে অজয় রায়ের মরদেহ

অজস্র স্মৃতিযুক্ত নিজের ঘরে শেষবারের মতো নিয়ে যাওয়া হলো অধ্যাপক অজয় রায়ের মরদেহ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বারডেম হাসপাতালের হিমাগার থেকে একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার বেইলী রোডের বাসভবনে।

সেখানে নিয়ে যাওয়ার পর অশ্রুসজল হয়ে পড়েন স্বজনেরা। ছোট ছেলে অনুজিৎ রায়, পুত্রবধূ কেয়া বর্মণকে সান্ত্বনা দেন উপস্থিত অন্য স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা। সেখানে ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট কমিটির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷

জানা গেছে, বেইলী রোডের বাসা থেকে অধ্যাপক অজয় রায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ হলল।

ছেলে অনুজিৎ রায় জানান, ‘অজয় রায়ের শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালে দান করা হবে৷

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক অজয় রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।