‘ঢাবির চকোরী’র সভাপতি সাকিব সম্পাদক শোয়াইব

সভাপতি আশরাফুল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক সাকিব বিন শোয়াইব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের চকরিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবির চকোরী’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আশরাফুল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক সাকিব বিন শোয়াইব।

শুক্রবার সংগঠনটির সাবজেক্ট কমিটি নতুন এ কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন।

‘ঢাবির চকোরী’র গঠনতন্ত্র-এর ৩য় অনুচ্ছেদের ধারা ৩(খ) অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সাব্জেক্ট কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ওমর ফারুক, চিশতি হোসাইন চৌধুরী, মোহাম্মদ ফাইজুল ইসলাম সুমন(প্রতিষ্টাতা সভাপতি), সাজ্জাদ হোসেন রিয়াদ, আকিব হোসাইন চৌধুরী, সালাহ উদ্দীন (প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক), মোহাম্মদ উল্লাহ রিয়াদ (সাবেক সভাপতি), মির্জা জয়নাল (সাবেক সাধারণ সম্পাদক) গঠনতন্ত্রের ৩য় অনুচ্ছেদের ধারা ৩এর চ উপধারা অনুযায়ী সদস্যদের বিগত কার্যক্রম বিচার বিশ্লেষণ করে ৬টি পদের দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে।

তাদের প্রকাশিত তালিকা অনুযায়ী এতে বাকি দায়িত্বপ্রাপ্ত ৪জন হলেন- সহ-সভাপতি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আকিবুল ইসলাম ঈষান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক তাহারিমা তারান্নুম।

‘ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাই একসাথে’ এই শপথের আঙ্গিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাবির চকোরী”র

চকোরীর সূত্রে জানা গেছে, ‘ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাই একসাথে’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘ঢাবির চকোরী’ ২০১৭ সালের ২১শে এপ্রিল-এর যাত্রা শুরু। সংগঠনটি ২ বছরে নানাবিধ কাজের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে।

সাব্জেক্ট কমিটির সদস্যদের বিশ্বাস বর্তমান কমিটি ঢাবির চকোরীর ঐতিহ্য ধরে রেখে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাবে।