রাবি প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যায় (রাবি) প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ৩৩ পাউন্ডের কেক কেটে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।পরে বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনটির ৩৩ বছরের স্মৃতিকে স্মরণীয় করতে ক্যাম্পাসে ৩৩টি বৃক্ষরোপণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার। ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী।

বেলা ১২ টায় ক্লাবের সাবেক-বর্তমান সদস্যদের নিয়ে আয়োজন করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠান ‘যাপিত দিনের কথকতা’।

এসময় সাবেক-বর্তমানদের মাঝে ক্রীড়াপ্রতিযোগিতা, বিকেল সাড়ে ৫ টায় ফানুস উড্ডয়নসহ জাঁকজমকপূ্র্ণ নানা কর্মসূচি।

উল্লেখ্য, রাবি ক্যাম্পাসে ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে থাকে।