বাকৃবিতে ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলাদেশ কুষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈকত হোসেনকে মারধর করেছে বহিরাগরা। এঘটনার প্রতিবাদে রোববার বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। মারধরের শিকার সৈকত হোসেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় এক অটোচলকও সেখানে খেলা দেখছিলেন। সৈকত অটোচালককে ভিসির বাসভবনের সামনে যাওয়ার কথা বললে অটোচালক যেতে অস্বীকৃতি জানান। তখন অটোচালকের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন সৈকত। এ ঘটনায় অটোচালক খেলা দেখতে আসা দর্শকদের কয়েকজনকে ডেকে নিয়ে এসে সৈকতকে মারধর শুরু করেন। ওই জায়গায় থাকা সৈকতের বন্ধু ফাহিম, আবদুল্লাহ, মিজু ও রাজু আহত সৈকতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের রাস্তা অবরোধ করেন ওই হলের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি পিকাপের গ্লাস ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হকসহ আরও অনেকে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের কাছে দিয়েছি। পুলিশ খুব দ্রুতই দোষীদের ধরার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছে।