চবি ছাত্রীকে উত্যক্তকারীর একমাস কারাদণ্ড

দীর্ঘদিন যাবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্যক্তের পর গতকাল বৃহস্পতিবার আটক করা হয় নূর মোহাম্মদ নামের এক যুবকে। আটকৃতকে দণ্ডবিধি ১৮৬০ (৫০৯) ধারামতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা এ দণ্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, গত ১৩ই অক্টোবর গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ট্রেনে ফেরার সময় ওই ছাত্রীর পিছু নেয় নূর মোহাম্মদ। পিছু নিয়ে চলে আসে বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চবির বঙ্গবন্ধু উদ্যান থেকে তাকে আটক করে প্রক্টরিয়াল বডি।

জানা যায়, ওই দিন বিকেলে ভুক্তভোগী ছাত্রী চবির বঙ্গবন্ধু উদ্যানে তার সহপাঠীর জন্মদিন পালন করতে গেলে নূর মোহাম্মদ তার সহপাঠীর সামনেই তার সঙ্গে অশোভন আচরণ করে। এসময় তার সহপাঠীরা প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবহিত করলে তারা এসে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত নূর মোহাম্মদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।