আবরার হত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা হতাশাজনক। দেশে নির্দিষ্ট আইন থাকা স্বত্ত্বেও এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।

সেইসাথে অবিলম্বে আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।