নর্থ লন্ডন ডার্বিতে আজ মাঠে নামছে টটেনহ্যাম-আর্সেনাল

ডার্বি মানেই ফুটবলের লড়াইতে নগর প্রতিদ্বন্দ্বীদের একে অন্যকে ছাপিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। মাঠের খেলা ছাপিয়ে এ লড়াই ছড়িয়ে পড়ে সাবেক খেলোয়াড়, ভক্তদের কথার যুদ্ধে।

আজ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) নর্থ লন্ডন ডার্বিতে মুখোমুখি হবে দুই জায়ান্ট টটেনহ্যাম আর আর্সেনাল। দুই নগর প্রতিদ্বন্দ্বীর এটি ১৯৯ তম মোকাবেলা। ঐতিহ্যের বিচারে গানার'রা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফর্মেন্সে ফেভারিট স্পারস'রা।

আর্সেনালের হোম ভেন্যু অ্যামিরেটস স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময়ে আজ রাত সাড়ে ৯টায়। ১১০ বছরের পুরানো এই দ্বৈরথ যেকোনো মূল্যেই জিততে চাইবে এ দুদল।ইপিএলে স্পার্স- গানার্সদের লড়াইটা যেন একটু অন্যরকম। লন্ডন ছাপিয়ে এ উত্তাপ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে দু'দলের ভক্ত সমর্থকদের মধ্যে।

মৌরিসিও পচেত্তিনো টটেহ্যামের দায়িত্ব নেয়ার পর থেকে নর্থ লন্ডন ডার্বি হয়ে পড়েছে অনেকটা একপেশে। স্পারসদের বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ১০ দেখায় মাত্র দুইটিতে জিতেছে আর্সেনাল। তবে নিজ মাঠ অ্যামিরেটসে প্রিমিয়ার লিগের ২৬ দেখায় ২০১০ সালে মাত্র একবারই জিতেছে টটেনহ্যাম।

স্পার্স শিবিরে রয়েছে ইনজুরির হানা। হাঁটুতে চোটের কারণ ছিটকে গেছেন ডিফেন্ডার কাইল ওয়ালকার এবং জুয়ান ফয়েথ। এমনকি এখনো অনিশ্চিত এ মৌসুমে রেকর্ড পারিশ্রমিক দিয়ে স্পারদের ডেরায় ভেরা মিডফিল্ডার নম্বেলে। ডেলে আলীর ফেরার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে। ইনজুরি আছে আর্সেনাল শিবিরেও। এ ম্যাচে তারা পাচ্ছে না বেলেরিন- হোল্ডিং- কনস্ট্যান্টিনোসের সার্ভিস।

প্রিমিয়ার লীগে নিজেদের আগের শেষ ম্যাচে হেরেছে এ দুদল। লিভারপুলের কাছে ৩-১ ব্যবধানে হার আর্সেনালের অপরদিকে নিউক্যাসেলের কাছে অঘটনের শিকার হয়েছে টটেনহাম। তাই জয়ের কক্ষপথে ফিরতে দুদলই চাইবে নগর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নিজেদের ঝুলিতে তিন পয়েন্ট রাখতে।