ক্লাস ফাঁকি দিয়ে পার্কে, ৯ শিক্ষার্থী আটক
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
ক্লাস চলাকালীন পার্কে ঘোরাঘুরি করার অভিযোগে ৯ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের পরিবারকে বিষয়টি জানানো হয়। পরিবারের মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপটেন মনসুর আলী পার্কে এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) জান্নাত আরা তিথি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তারা রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকিরা পালিয়েছে।