ডাল কাটতে গিয়ে গাছ থেকে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রতীকী
প্রতীকী ©

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। উপজেলার হাইদগাঁও ইউনিয়নে শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে রিজু (৪২)। তিনি হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁও গ্রামের বাসিন্দা। রেজাউল করিম উপজেলার ছনহরা ডাউডডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক ছিলেন।

রেজাউলের ছোট ভাই সফিউল করিম বলেন, শনিবার বেলা একটার দিকে তাঁর বড় ভাই রেজাউল করিম গ্রামের বাড়িতে ডাল কাটতে একটি গাছে ওঠেন। ডাল কাটার একপর্যায়ে তিনি নিচে পড়ে যান ও মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওয়াহিদ হাসান বলেন, রেজাউলের মাথায় জখম ছিল। হাসপাতালে যখন তাঁকে আনা হয়, তখন তিনি মৃত ছিলেন। গাছ থেকে পড়ে রেজাউলের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা ওয়াহিদ হাসানকে জানিয়েছেন।