শ্রেয়া ঘোষালকেও হার মানালো এই পাগলীর গান (ভিডিও)

ঘটনা ২৮ জুলাইয়ের। ‘বারপেটা টাউন দ্যা প্লেস অব পিস’ নামে একটি ফেসবুক পেজ একটি ভিডিও পোস্ট করে। এরপর এনডিটিভির নিউজ। সব মিলিয়ে ভাইরাল।

ভিডিওটি মধ্যবয়সী এক পাগলীর গান। যার পরনে শাড়িটি ছেঁড়া। ব্লাউজের রং নষ্ট হয়ে গেছে। দেখেই বোঝা যায়, অনেকদিন ধরে একই কাপড় পরিধান করে আছেন তিনি। একেবারেই অপরিচ্ছন্ন, চুলেও জট ধরেছে। অনেকদিন যে গোসল করেননি এই নারী সেটাও দৃশ্যমান। ক্লান্ত চেহারা দেখলেই বোঝা যায় খাবারের সন্ধানে কতটা সংগ্রাম করতে হয় এই নারীকে।

তবে এসবে কোনোই পরোয়া নেই সেই পাগলির। গানই যেন তার সুখের খোরাক। আপন মনে মায়া ভরা কন্ঠে গেয়ে চলছেন লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত হিন্দি গান, ‘এক প্যার কা নাগমা হ্যায়।’ সুর ও লয়ে এতটুকুও বিচ্যুতি নেই। কোথাও একচুল কোনো ভুলভ্রান্তি নেই। অনেকটা পেশাদার শিল্পীর মতোই গাইছেন তিনি।

পাগলির মুখে এমন মনমাতানো গান শুনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। তাদের অনেকেই মোবাইলের ক্যামেরায় ভিডিও করছেন। আর সেটি ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

জানা গেছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি রেলস্টেশনে। স্টেশনটির নাম রানাঘাট। এটি শিয়ালদহ - লালগোলা সেকশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন। সে স্টেশনের প্ল্যাটফর্মেই বসবাস এই সুরেলাকণ্ঠী পাগলির।

গানের দুটি ভিডিও দেওয়া হলো-