ইউজিসি ও বিশ্ব ব্যাংকের মধ্যে হিট প্রকল্প
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ব ব্যাংকের মধ্যে প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) ইউজিসি সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ। সভায় প্রস্তাবিত হিট প্রকল্পের খসড়া ডিপিপি প্রস্তুত এবং প্রকিউরমেন্ট প্ল্যান বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলী, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, এবং প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ড. মো, খালেদ, ড. মো. মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশসন অফিসার এবং বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।