জনসেবার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে: পিএসসি চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, জনসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে। নতুন সহস্রাব্দে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এ সময়ে জনসেবার জন্য প্রত্যেককে তার প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দিয়ে কাজ করার প্রয়োজন আজ সর্বাধিক।

মঙ্গলবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকাল সাড়ে ১০টায় পিএসসির ৭১ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ও. এন. সিদ্দিকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্যরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।