শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি
শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কবরের মাপ নেওয়া হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়ার দাফনের জন্য নির্ধারিত স্থানে কবরের মাপ নেওয়া হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেখানে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দাফন প্রস্তুতির খবর পেয়ে একে একে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে উপস্থিত হচ্ছেন।

এর আগে টানা ৩৮ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।