পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমান মাঝি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম এবং একই ওয়ার্ডের মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।