শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবক আটক
- ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৩
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. আরাফাত জামান (৩৯)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তাকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে থানার সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
জানা যায়, ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালীন সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।