নির্বাচনে যাচ্ছেন না আসিফ মাহমুদ, মুখপাত্র হিসেবে যোগ দিলেন এনসিপিতে

আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ঘোষণার পর আসিফ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য পাওয়া যায়নি।