আখতার হোসেনকে আসন ছাড়লেন রংপুর মহানগর জামায়াতের আমির
- ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) এটিএম আজম খান নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।
এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তিনি রংপুর মহানগরের আমির। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ তিনি। জামায়াতের এ নেতা গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্র ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে জোটসঙ্গী এনসিপির আখতার হোসেনের প্রতি আমাদের সমর্থন থাকবে।’
কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে রংপুর-৪ আসন। স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি একবার জয়ী হয়েছে। এবার আসনটিতে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়ার মধুপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিচ্ছেন না?
এর আগে আখতার ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তিরও প্রতিষ্ঠাতা। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদকের জুলাই আন্দোলনেও বড় অবদান ছিল।