দুপুর গড়িয়েও নেই সূর্যের আলো, ফ্লাডলাইটে চলছে খেলা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও গত কয়েকদিন ধরেই বয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। সাধারণত শীতের মধ্যেও দুপুরের দিকে সিলেটে সূর্যের দেখা মিলতো।কিন্তু আজ (২৯ ডিসেম্বর) একদমই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দুপুর পার হয়ে গেলেও আকাশে সূর্যের কোনো দেখা নেই, পুরো সময়জুড়েই কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা আবহাওয়া।

এমন আবহাওয়ার মধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। সূর্যের আলো না থাকায় দিনের ম্যাচ হলেও ফ্লাডলাইট জ্বালিয়েই শুরু করতে হয় খেলা।

এদিকে দর্শকদের উপস্থিতিতেও তীব্র শীতের প্রভাব স্পষ্টভাবে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যালারিতে হাজার খানেক দর্শকও দেখা যায়নি, অনেকটাই ফাঁকা স্ট্যান্ডগুলো।

এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। বৈরী আবহাওয়ার কারণে মাঠে খেলোয়াড়দের মধ্যেও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।

একনজরে দুই দলের একাদশ:

চট্টগ্রাম রয়্যালস: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

রংপুর রাইডার্স: ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।