ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিল্টন

শফিকুল ইসলাম খান মিল্টন
শফিকুল ইসলাম খান মিল্টন © সংগৃহীত

ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মো. ইউনুচ আলী ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ঢাকা-১৫ আসনে আমি মনোনয়ন দাখিল করেছি। এই আসনের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়—এটাই আমার প্রত্যাশা। আশা করি ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

জামায়াতে ইসলামীর আমিরের বিপক্ষে নির্বাচন করতে কোনো চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির প্রার্থী হিসেবে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। এলাকাবাসী তাদের এলাকার সন্তানকেই ভোট দেবেন বলে আশা করছি।

আরও পড়ুন: খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিচ্ছেন না?

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখনো প্রচারণা শুরু হয়নি। আশা করছি নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

এদিকে, ঢাকা-১৫ আসন থেকে আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম ফজলুল হক, গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. তানজিল ইসলাম ও খান শোয়েব আমান উল্লাহ।

প্রসঙ্গত, সংশোধিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।