এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা মাওলানা ভাসানীর নাতির
- ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। রবিবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী এ ঘোষণা দেন।
আজাদ খান ভাসানী এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং দলটির কৃষক উইং প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার পরপরই তার এই ঘোষণা আসে।
ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী লেখেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর দেখানো গণমানুষনির্ভর, সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী রাজনীতির আদর্শ থেকেই তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরে এনসিপির সঙ্গে যুক্ত হন। সেই ধারাবাহিকতায় কৃষক উইংয়ের দায়িত্বও গ্রহণ করেছিলেন।
তবে বাস্তব অভিজ্ঞতায় তিনি হতাশার কথা তুলে ধরেন। তার ভাষায়, নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এনসিপিতে তার স্পষ্ট ঘাটতি তিনি অনুভব করেছেন। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ার ক্ষেত্রেও প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
আজাদ খান ভাসানী আরও লেখেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকতেই তিনি এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
এনসিপির সঙ্গে স্বল্প সময়ের পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তারুণ্যের অভিযাত্রী দলটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে তারা যেন সঠিক পথ খুঁজে পায় এই প্রত্যাশাই থাকল। ইনকিলাব জিন্দাবাদ। যুগ যুগ জিও মাওলানা ভাসানী।’