চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ © লোগো

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচার আগামী ২৪ দিনের মধ্যে করা এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে প্লাটফর্মটি।

এসব দাবিতে টানা ৪র্থ দিনের মতো আজও (সোমবার) শাহবাগ মোড়স্থ শহিদ হাদি চত্বরে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) প্লাটফর্মটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আগামীকাল দুপুর ২ টায় ছাত্র-জনতাকে শহিদ হাদি চত্বরে (শাহবাগ) খুনীদের বিচারের দাবিতে অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হলো।

আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

এর আগে, গতকালের (রবিবার) অবরোধ কর্মসূচি শেষে নতুন করে চার দফা দাবি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। সেই ৪ দফা দাবিগুলো হলো- খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে; বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

এছাড়া, ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।