বেস্ট ফ্রেন্ডের বিস্ফোরক স্ট্যাটাস
‘মাহফুজ উপদেষ্টা হিসেবে প্রায় ব্যর্থ, সে বন্ধু নয়, দাস চায়’
- টিডিসি রিপোর্ট
- ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩১
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সাবেক আহ্বায়ক আল আমিন রাকিব তনয় তার বন্ধু সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, মাহফুজ একজন উপদেষ্টা হিসেবে প্রায় ব্যর্থ এবং তিনি বন্ধু নয়, বরং দাসসুলভ আনুগত্য প্রত্যাশা করেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তনয়। তিনি কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক।
রবিবার মাহফুজ আলমের দেওয়া পোস্টের সূত্র ধরে তনয় বলছেন, মাহফুজ তার পোস্টে ‘If you care to join me, you are welcome’ লিখলেও প্রকৃত চিত্র তা নয়। তিনি লিখেছেন, আপনাদের জানা উচিত, বেশিরভাগ ক্ষেত্রে you are not welcome at all. মাহফুজের সঙ্গে বন্ধুত্ব বা রাজনৈতিক সহযোগী হিসেবে কাজ করা প্রায় অসম্ভব। কারণ মাহফুজ বন্ধুর চেয়ে এমন মানুষ চান, যারা তার কথায় উঠবে-বসবে। তিনি বলেন, মাহফুজ তার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তার জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতাকে তিনি সম্মান করেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানো ও ব্যক্তিগত কৃতজ্ঞতার কথাও পোস্টে উল্লেখ করেন তনয়।
তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্ক ‘সাবেক বন্ধু’তে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাহফুজের কারণেই ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে তার পদত্যাগের দিন পর্যন্ত কোনো না কোনোভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এরপরও কেন সমালোচনা সে ব্যাখ্যায় তনয় বলেন, মাহফুজ একজন উপদেষ্টা হিসেবে প্রায় ব্যর্থ। মাহফুজ নিজেই তার কাজের খতিয়ান তুলে ধরলেও, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কী করা দরকার ছিল, কী করা হয়েছে এবং কী করা হয়নি তা তিনি বিস্তারিতভাবে সামনে আনবেন বলে জানান।
তিনি আরও লেখেন, এই সমালোচনা ব্যক্তিগত আক্রোশ বা হিংসা থেকে নয়। বরং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে একজন সাবেক উপদেষ্টার কার্যক্রম নিয়ে মতামত প্রকাশ করছেন তিনি।