ওসমান হাদি হত্যাকাণ্ড

দুই অভিযুক্তের ভারতে পালানোর খবর মেঘালয় পুলিশের অস্বীকারের ব্যাখ্যা দিল ডিএমপি

ওসমান হাদি ও ডিএমপির লোগো
ওসমান হাদি ও ডিএমপির লোগো © সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ ভারতে পালিয়েছেন এমন সংবাদের বিষয়ে মেঘালয় পুলিশের অস্বীকারের প্রেক্ষাপটে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ডিএমপি জানিয়েছে যে, হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে।

এতে আরও বলা হয়, সীমান্তবর্তী এলাকায় ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে এ অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। ওই তথ্যের ভিত্তিতেই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়।

ডিএমপি জানায়, সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে তারা বিশ্বাস করে।