নুর-রাশেদের আসনে মনোনয়ন জমা দেবেন মামুন-ফিরোজ

মামুন, নুর, রাশেদ ও ফিরোজ
মামুন, নুর, রাশেদ ও ফিরোজ © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দলীয় পদ ছেড়ে বিএনপির ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। অপরদিকে, দলের সভাপতি নুরুল হক নুর নিজে দলীয় প্রতীক ট্রাক নিয়েই ভোট করবেন।

তাদের এই দুটি আসনে মনোনয়ন তুলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তাদের মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা দেন। এর আগে তারা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

জানা গেছে, তারা দুজনই পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন জানান, আগামীকাল বেলা ১২টায় দশমিনা উপজেলা পরিষদ কার্যালয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন এবং বেলা ২টায় গলাচিপায়।

অপরদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, সোমবার সকাল ১১টায় মনোনয়ন ফরম জমা দেবেন।