যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা: তারেক
- ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০২
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট অথবা আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ায় দলের প্রতি ক্ষুব্ধ হয়ে ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন তিনজন। আরও কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এ অবস্থায় এনসিপির দলত্যাগী নেতাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জামায়াতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।’
তিনি লিখেছেন, ‘আমাদের রাজনৈতিক ইতিহাসে, যুক্তি তর্কের বিবাদ আছে, কোন অর্থনৈতিক কেলেংকারি আমাদের নেই। দরকার হলে জনতার কাছে ভিক্ষা চেয়েছি দলের জন্য, কারো গলায় পাড়া দিয়ে অর্থ সংগ্রহ করি নাই। নির্বাচনের জন্য সহযোগিতা করব। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য এই ছাড় আমরা দেব।’