ময়মনসিংহ-৮
নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে পদত্যাগ সাবেক এমপি নূরুল কবিরের
- ময়মনসিংহ প্রতিনিধি
- ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২২
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ্ নূরুল কবির দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়া পদত্যাগপত্রে শাহ্ নুরুল কবির উল্লেখ করেন, তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত অসুবিধা থাকায় আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: জামায়াত-এনসিপির আসন সমঝোতায় মনোনয়ন পাচ্ছেন যারা
শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।
শাহ্ নুরুল কবির বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।’