কোম্পানি ব্যতীত করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ল

জাতীয় রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি

কোম্পানি ব্যতীত অন্য শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ সুযোগ রাখা রয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর এ পরিবর্তে ৩১ জানুয়ারি তারিখ নির্ধারণ করল।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে ৬টি বিশেষ নির্দেশনা

জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। চলতি মাসেই আয়কর দাখিলের সময় শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন মহল থেকে সময় বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল এনবিআর।